আমার মতে প্রেম ও ভালোবাসা


প্রেম ও ভালোবাসা খুবই কাছাকাছি দুটি শব্দ। তবে দুটো সম্পূর্ণ এক নয়। প্রেমের মধ্যে গন্ডী আছে। ভালোবাসার কোন গন্ডী নেই। ভালোবাসা যাই একই সাথে অনেক জনকে। ভালবাসার বহিঃপ্রকাশ ব্যাক্তি বিশেষে ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে। ভালবাসার টান সবার ক্ষেত্রে একই  রকম থাকে। যেমন ধরুন আপনি আপনার বাবাকে ভালোবাসেন তার কোনও বিপদে আপনার যেরকম ফিলিংস হবে ঠিক তেমনই আপনি আপনার স্বামী কে ছেলে কে যদি ভালবাসেন একই রকম ফিলিংস হবে। আবার আপনি যদি আপনার প্রিয় বন্ধু বা বান্ধবী কে মন থেকে ভালবাসেন সেক্ষেত্রেও একই ফিলিংস হবে। ভালবাসার মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধা থাকে। আবার আত্মিক টানও থাকে। ভালবাসায় কোনও ইগো থাকে না। হাজার অপমান করলেও আপনি যদি তাকে ভালবাসেন সে ডাকুক বা না ডাকুক আপনি নিজের থেকেই তার কাছে যাবেন। ভালবাসার মানুষ কে রাগে বা কষ্টে যদি একটা মন অভিশাপ দেয় তো অন্য মনটা হাজার বার আশীর্বাদ করে আর বলে আমার ভালোবাসা ওর কোনও ক্ষতি হতে দেবেনা।ভালবাসা তার সাধারণ জীবনটাকেই ভালবাসে তার জন্য তাকে কিছু লুকাতে বা ঢাকতে হয় না। ভালবাসা হল জন্ম-জন্মান্তরের টান।
প্রেম দুটি মানুষের মধ্যে হয়। বিশেষ করে একটি ছেলে একটি মেয়ে। প্রেম এক দেখাতেই আসতে পারে। ধরুন কাউকে দেখলেন পূজা মন্ডপে হাসি টা বা রূপ টা বা গলার স্বর এরকম কিছু একটা জিনিস দেখে প্রেম আসে। প্রেমের মধ্যে একঘেয়েমি আসে। প্রেমের ক্ষেত্রে আপনার সাথে সময় কাটালেও অন্য জনার সাথে সময় কাটানোর লালসা থাকে। এখানে বিশ্বাস যোগ্যতা কম থাকে। প্রেমের মধ্যে ইগো আসে এ কারণে সম্পর্কে চির ধরে। প্রেমের মধ্যে কিছুটা হলেও অভিনয় মিশ্রিত থাকে। প্রেমের মধ্যে তুলনা আসে। প্রেমের মধ্যে অভিশাপ দেওয়া হলে বা সম্পর্ক ভাঙলে আর জোরা লাগানোর চেষ্টা বা ইচ্ছা থাকে না আর না হলে তৃতীয় জনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। প্রেমের মধ্যে আবেগ বেশি থাকে তাই ভুল করার সম্ভাবনাও বেশি থাকে। প্রেমকে অনেকেই ভালবাসা বলে ভুল করে কিন্তু সে সংসার দীর্ঘ স্থায়ী হয় না। প্রেমের ক্ষেত্রে শারিরীক সম্পর্কও প্রাধান্য পায়। আমার মতে স্বামী স্ত্রী র সম্পর্কে ভালবাসা থাকলে সেখানে প্রেম থাকবেই কিন্তু প্রেম থাকলেই সেখানে ভালবাসা থাকবে এমন নিশ্চয়তা নেই।
নর নারীর প্রেমে ছলনার স্থান থাকলেও ভালবাসায় থাকে না।
কবির কথায় শেষ করি: "আমি ভালবাসি যারে সেকি কভু আমা হতে দূরে যেতে পারে "।
আবার এই প্রেম দিয়ে গাঁথা মালায় আমরা যেমন প্রিয়জনে দি ঠিক তেমনই দেবতাকেও দি। তাই প্রেম ও ভালোবাসা অঙ্গাঙ্গী হয়ে বেঁচে থাকুক নর-নারীর জীবনে।

কলমে: শ্রাবণী কর ।

Comments

Popular posts from this blog

অবৈধ

টেলিপ্যাথি

বিশ্বাসঘাতকের কাছে ম্যাসেজ......