বিশ্বাসঘাতকের কাছে ম্যাসেজ......
বিশ্বাসঘাতকের কাছে ম্যাসেজ..
আমার শুধু ভালবাসার ক্ষমতা ছিল আর কোনও ক্ষমতা তো ছিল না। তাই তো আমি তোমাকে শুধুই ভালবাসা দিতে পেরেছিলাম এর বাইরে আর কিছু নয়। ভালবাসতে গেলে সময়, যত্ন, আবেগ, বিশ্বাস এগুলো কে মূল্য দিতে হয় না হলে যে ভালবাসা অভিমান করে দূরে সরে যায়। তাই আমি নিঃস্ব হাতে এগুলো দিয়েই তোমাকে ভালবেসে ছিলাম এর বেশি আর কিছু আমার ছিল না। একদিন তুমি এগুলোর জন্যই আকুল হয়ে থাকতে বারবার বলতে এগুলোর জন্যেই তুমি আমাকে ছেড়ে কখনও কোথাও যাবে না। আমি বলতাম কেন! তুমি আমাকে জড়িয়ে ধরে বলতে, এত সময় - যত্ন - বিশ্বাস ও আবেগের ভালবাসা কে তোমাকে দেবে! তুমি অকপটে স্বীকার করতে আমার ভালোবাসায় তুমি পাগল আর কিছু চাও না তোমার আমার সম্পর্কটা একবছর দুবছরের নয় দীর্ঘ দশ বছরের সম্পর্ক ছিল। তুমি নিজেকে গুছিয়ে নেবার জন্য আমার কাছে সময় চেয়ে ছিলে। আমি তাই দিয়ে ছিলাম। তোমার আমার সম্পর্কের কোনো দলিল ছিল না, বিশ্বাস ছিল তাই নিজেকে সম্পূর্ণ উজার করে তোমাকে দিলাম তুমিও আমাকে উজার করেই দিয়েছিলে নিজেকে। সমস্ত সমস্যাকে অগ্রাহ্য করে দুজনে এগিয়ে যাচ্ছিলাম একই দিকে।
চলতে চলতে হঠাৎ করেই তুমি থমকে গেলে। যে মনটা কখনও উদাস হবে না বলে ছিলে, যে হাতটা কখনও ছাড়বে না বলেছিলে সব কেমন আলগা করে দিলে। এখন আমার সমস্ত কিছুই তোমার কাছে বিরক্তিকর হয়ে উঠল। আমাকে কথায় কথায় তিরস্কার করতে তুমি ছাড়নি। সকল সময় বিরক্তি প্রকাশ করতে। আমি তোমার এই আচরনে অনেক কষ্ট পেতাম আর তোমার কাছে কাঁদতাম তুমি কথায় কথায় আমাকে মরতে বলতে।
আস্তে আস্তে বুঝতে পারলাম তোমার মন অন্য জায়গায় ধরা দিয়েছে। তাই তুমি আমাকে ত্যাগ করতে চাইছো। আমি মরি নি। ঘুরে দাঁড়িয়েছি। তোমাকে বুঝিয়েছি তোমাকে ছাড়া আমিও চলতে পারি।
দেখো তোমাকে যেদিন ভালবেসে ছিলাম সেদিন বলেছিলাম আমি আমার ভালোবাসাকে কখনও ভাগ করতে পারব না, আর বলেছিলাম ভালবাসা কখনও জোর করে পাওয়া যায় না বা ধরে রাখা যায় না। তাহলে কি করে তুমি ভাবলে তোমাকে আমি জোর করে ধরে রাখতে চাইব বা অন্যের সাথে তোমাকে আমি ভাগ করব! ভালবাসায় বিশ্বাসটায় আসল তুমি তো তার মূল্য বুঝতে পারলে না। আমি জীবনে দেখতে চাই তুমি আমাকে ধোকা দিয়ে ঠিক সুখের কোন সীমানায় পৌঁছতে পার। আমার ভালোবাসা আজও পথ চেয়ে আছে তবে তোমার নয় আমার মনের মানুষের জন্য।। তোমার ঐ মিথ্যা ভালবাসা আমার সৎ ভালবাসা কে হাজার চেষ্টা করেও মারতে পারে নি আর পারবেও না —এটাই তোমাকে আমি জানিয়ে দিলাম।
কলমে : শ্রাবণী কর
ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর নামই সফলতা।
Comments
Post a Comment