অবৈধ

অবৈধ
শ্রাবণী কর
‌সম্পর্ক কি সত্যি অবৈধ হয়! সম্পর্ক কি কোনও নিয়ম মেনে গড়ে তোলা সম্ভব, আমার মনে হয় না। সত্যি নিয়ম মেনে যে সম্পর্ক গুলো গড়ে ওঠে তাতে কি সব সম্পর্কে সম্পূর্ণ আন্তরিকতা থাকে! সম্পর্ক তো তৈরি হয় শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা থেকে, তাহলে এরাও কি অবৈধ!!! আচ্ছা এরা কখন অবৈধ হয়!!! আমি একজন মানুষ কে বিশ্বাসকরি, ভালবাসি, শ্রদ্ধা করি সে হতে পারে আমার কবিগুরু কিম্বা শরৎ চন্দ্র তা বলে কি বলা হবে আমার সম্পর্ক অবৈধ তাহলে কি আমি এনাদের ছবি আমার মোবাইলে দিতে পারব না, নাকি এনাদের কোনও ছবি আমার ঘরে ঝোলাতে পারব না!!!
‌যতক্ষন তুমি সম্পর্কটাকে অবৈধ না ভাবছো, যতক্ষণ তুমি সম্পর্কটাকে সঠিক সম্মান দিচ্ছ ততক্ষণ সেই সম্পর্ক অবৈধ হতে পারে না। আমি যদি পৃথিবীর যাকে ইচ্ছা বিশ্বাস করতে পারি, যদি সবাই কে শ্রদ্ধা করতে পারি তাহলে কেন আমি ভালবাসতে পারব না!! ভালবাসা মানেই শুধু শরীর নয়। আমাদের সমস্যা হল একটি ছেলের মুখে একটি মেয়ে কে ভালবাসি বা মেয়ের মুখে ছেলে কে ভালবাসি শুনলেই প্রথমে শরীরের কথাটা মাথায় চলে আসে তাই সেটা অবৈধ হয়ে যায় আমাদের কাছে।
‌এমন অনেক সম্পর্ক আছে যেগুলো স্পর্শ করা তো দূরে থাকুক কোনও দিন চোখের দেখাও হয় নি তবুও তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এতটুকু কম থাকে না আর এটা যেমন শুধু ফোনের যুগে ছিল ঠিক তেমনই আজকের এই ফেসবুকের জীবনে আকছার।
‌একটা মেয়ের মুখ থেকে যখন একটা মেয়ে কে মিস করছি শুনি তখন যেন কত সিমপ্যাথি হয় আর ঠিক এর উল্টো টা হলেই খুঁজে বের করার চেষ্টা চলে অবৈধতা। আসলে অবৈধতা সম্পর্কে থাকে না থাকে মনে, আর এর বহিঃপ্রকাশ ঘটে বারবার সমালোচনার মুখে পড়তে পড়তে। আমাদের চারপাশে কিছু বিকৃত মানুষ থাকে যারা যেকোনো জিনিস কে বিকৃত ভাবে দেখতেই ভালোবাসে। এরা সহজেই সকলের ভালোবাসার পাত্র - পাত্রী হয়ে উঠতে পারে না তাই যে কোন ভালবাসার সম্পর্ক কে এরা বিকৃত ভাবেই সকলের সামনে তুলে ধরে।
‌এরফলে যাদের মধ্যে স্বাভাবিক সম্পর্কটুকু ছিল সেটা অনেক সময় ঐ বিকৃত সম্পর্কে পরিনত হয় অদূর ভবিষ্যতে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ মাঝখান থেকে একটা ভালো সম্পর্ক অকালে মৃত্যু বরণ করে। তাই অবৈধ মনটাকে দূরে রেখে সম্পর্ককে যথাযথ সম্মান দিন। সম্পর্কে থাকুন, ভালো থাকুন।

Comments

Popular posts from this blog

টেলিপ্যাথি

বিশ্বাসঘাতকের কাছে ম্যাসেজ......