ভালোবাসায় প্রত্যাশা
ভালোবাসায় কোনো চাওয়া - পাওয়া থাকে না একথটা আমি বিশ্বাস করি না। সবথেকে বেশি প্রত্যাশা থাকে ভালোবাসার মানুষ টার কাছে। যাকে আমি চিনি না, যাকে আমি জানি না তার প্রতি আমার ভালোবাসা কিভাবে আসবে! আর যাকে ভালোবাসি না তার কাছ থেকে আমার কিছু পাওয়ার আশাও নেই। কিন্তু যাকে আমি প্রতি মুহুর্ত ভালোবাসি, যার কথা আমাকে জোর করে মনে রাখতে হয় না, যার আনন্দ, দুঃখ, কষ্টের প্রতিটা অনুভূতি আমি অনুভব করি হ্যাঁ তার প্রতি আমার প্রত্যাশা টাও বেশি।
যদি বলেন স্বামী-স্ত্রী র সম্পর্ক বলব একে অপরের কাছে অনেক কিছুই প্রত্যাশা করে। কঠোর রোদে স্বামী বাইরে থেকে আসছে স্ত্রী জল এগিয়ে দিচ্ছে কেন, না, ভালবাসা থেকে। স্বামীর শরীর খারাপ স্ত্রী রাত জাগছে কেন না ভালোবাসা থেকে, ঘুম থেকে উঠেই স্বামী চা টা খেতে ভালবাসে তাই তাড়াতাড়ি করে বানিয়ে আনছে, আরো কত কি করছে স্ত্রী সবই কিন্তু ভালোবাসা থেকেই করে। কিন্তু তা বলে স্ত্রী কি প্রত্যাশা করে না হ্যাঁ সে স্বামীর জন্য যা যা করে তার প্রতিটা জিনিস সে প্রত্যাশা করে স্বামীর কাছে কেন করে, না, ভালোবাসে বলেই করে। আমি স্ত্রী হয়ে ভালোবাসব তোমাকে আর প্রত্যাশা গুলো থাকবে অন্য পুরুষের কাছে এটা হয় না কি!!!
সন্তানের প্রতি মা-বাবার যে ভালবাসা সেখানে কোনও প্রত্যাশা থাকে না, কে বলেছে একথা!!! সন্তানের কাছে ও মা বাবার প্রত্যাশা থাকে। সন্তান যদি মা-বাবার দুঃখ কষ্ট বোঝে তাদের পাশে থাকে তাহলে তার থেকে সুখবর আর কিছু নেই। সন্তানের প্রতি প্রত্যাশা আছে বলেই না এতো অশান্তি, এতো আলোচনা - সমালোচনা। নিজের সন্তানের কাছে মা-বাবা প্রত্যাশা করবে নাতো কার কার কাছে করবে!!! পাড়ার লোকের কাছে! পাড়ার লোকের কাছে তখন প্রত্যাশা করে যখন নিজের ভালোবাসার মানুষ অবহেলা, অগ্রাহ্য করে।
আসলে সব ভালবাসার ধৈর্য এক নয়। মা ছেলে কে ভালবেসে তার নাড়ি ছেঁড়া ধন তাই তার অবহেলার কথা কাকে বলবে। মা সন্তানের ভালোবাসার মধ্যে মায়ের ধৈর্য এতোটাই যে সন্তান কষ্টে ক্ষতবিক্ষত করে দিলেও মা তার হাসি মুখে সব চেপে গিয়ে তার পাশেই থাকে।। আর বর্তমান যুগে স্বামী যখন স্ত্রী কে বা স্ত্রী যখন স্বামীকে কষ্ট দিচ্ছে তখন দুজন দুজনকে মুখ ফুটে বলছে ধৈর্য হারিয়ে ডিভোর্স নিচ্ছে। এখানে তো ভালোবাসার ডিভোর্স নেওয়া হয়েছে। নতুন করে আবার কেউ আসবে এই ফাঁকে কিন্তু মা সন্তানের সাথে কি সম্পর্কে ডিভোর্স আনতে পারে! এক সন্তান কে ছেড়ে দিয়ে কি আর এক নাড়ি ছেঁড়া ধন মা ইচ্ছা করলে আনতে পারবে! পারবে না!! তাই মা সন্তানের ভালোবাসায় বলা হয় মায়ের ভালোবাসা নিস্বার্থ ভালোবাসা। যদি সত্যি সন্তানের কাছে মায়ের কোনো প্রত্যাশা না থাকতো তাহলে কোনও মায়ের চোখ দিয়ে কখনও সন্তানের জন্য জল পড়তো না।
ভালোবাসা যেখানে যার প্রতি যত গভীর প্রত্যাশাও সেখানে তার প্রতি তত গভীর।
তবে স্বার্থ আর প্রত্যাশা এক জিনিস নয়। এ দুটোকে গুলিয়ে ফেলবেন না।
Comments
Post a Comment