অছিলা


বড় অদ্ভূত একটি শব্দ হল এই অছিলা। একসময় ফোনে কথা বলার জন্য দুজনেই কত অছিলা করতাম। দুজনেই বুঝতে পারতাম শুধু ঐ কথার অছিলা করে ফোন টা করা হয়েছে আসল উদ্দেশ্য আরো কিছুক্ষণ একসাথে গলার স্বর শোনা আর ভালো লাগায় ডুবে থাকার জন্যই ফোনটা করা। কত ধরনের বোকা বোকা অছিলা করে যে বারবার ফোন আশা যাওয়া করত তার ঠিক নেই। তোমার আমার যোগাযোগ টা যে শুধুই ফোনের মধ্যে সীমাবদ্ধ যদি বাড়ি টা কাছাকাছি হত তাহলে হয়ত আরো কত ধরনের অছিলা নিয়ে এবাড়ি ও বাড়ি যাওয়া আসা হত। এই অছিলার আশ্রয় নিয়ে ফোন করি ঠিকই তবে দুজনের দুজনার প্রতি টানটাও কম নয় কি বল! যদি কম হত তাহলে কি তুমি আমার এই অছিলা ভরা ফোন বারবার ধরতে নাকি কথার পিঠে কথা দিয়ে ফোনটা আরও বেশিক্ষণ ধরে রাখতে!!!
ভাললাগা আর ভালবাসা মিশ্রিত আছে বলেই না বিভিন্ন অছিলা নিয়ে ফোন আসা-যাওয়া বারেবারে। এই অছিলায় কিন্তু তোমার আমার সমস্ত দূরত্বকে এক লহমায়ায় দূরে সরিয়ে দিয়ে দুজনকে খুব কাছাকাছি এনে দিয়েছে। জানো তোমার সাথে কথা বলতে বলতে  আমি এখন এটুকু বুঝতে পারি তুমি আমার বেঁচে থাকার রসদ। দূরে থেকেও যে এত ভালবাসা যায়, দূরে থেকেও যে এত কেয়ার নেওয়া যায় তা তোমার সাথে এই অছিলা করে পরিচয় না হলে জানতে পারতাম না।
তোমার এই দূর থেকে দেওয়া আদর, যত্ন, ভালোবাসা যখন আমাকে তোমার প্রতি দুর্বল করে দিচ্ছিল, যখন বুঝতে পারছিলাম তোমার এই আদরে, যত্নে ভালবাসার কথা গুলো শোনার জন্য আমার মন উদগ্রীব হয়ে থাকে, যখন বারবার বুঝতে পারছিলাম তুমিই আমার বেঁচে থাকার ভালো থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠছো তখন বুকে বাসা বাঁধলো এক ভয়। আর এইভয়কে জয় করতে না পেরে, কৌতূহল কে সংবরন করতে না পেরে তোমাকে কোনো অছিলা নয় সরাসরি জিজ্ঞেস করলাম যদি তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তুমি তোমার সেই শান্ত মেজাজে, শান্ত স্বরে বললে কখনই বন্ধ হবে না। আর বললে কেনই বা বন্ধ হবে! আমি তখন মৃদু স্বরে বললাম তাই জিজ্ঞেস করলাম। তুমি উড়িয়ে দিলে। আবার বিভিন্ন ভাললাগার কথায় দুজনে ডুবে গেলাম। এইভাবেই চলছিল তোমার আমার সম্পর্কের গতি।
এখন আর অছিলা খুঁজতে হয় না কথা বলার জন্য। যার যখন যে কথাটা বলার ইচ্ছা খুব সহজেই ফোন করে কোনও রকম ভণিতা না করে বলে ফেলি। সম্পর্ক টা এখন অনেক সহজ সরল হয়ে গেছে। কথা বলার মধ্যে সমস্ত জড়তা কেটে গেছে। আমাদের দেখা সাক্ষাত নেই, ভিডিও কলিং ও হয় না তবু এই দুজনে দুজনাকে এই  কথা বলার মধ্য দিয়েই অনেকখানি পড়ে ফেলেছি। দুজনেই দুজনের অনুভূতিকে অনেক বেশি উপলব্ধি করতে পারি তাদের থেকে যারা একযুগেরও বেশি পাশাপাশি থেকেও দুটি মনকে বুঝতে পারে নি তাদের থেকে।
কিছু দিন হল একটা সমস্যা হচ্ছে আমার। সেটাই এখন আমাকে ভাবাছে। যখন সমস্ত অছিলা - টছিলা ছেড়ে একবারে বাস্তবিক ভাবে তোমার কথার উপর ভরসা করে   তোমার উপর একবারেই নির্ভরশীল হয়ে পড়লাম ঠিক তার কিছু দিন পর বুঝতে পারলাম তুমি আমাকে ঠিক আর আগের মতো করে সময় দিতে চাইছ না। তোমার এহেন আচরনের কারণ সরাসরি জিজ্ঞেস করলাম তুমি বললে কাজে খুব ব্যাস্ত তাই এরকম হচ্ছে সব ঠিক আছে। আমি বেশি চিন্তা করছি এই বলে কথা শেষ করলে। একটি ছেলের থেকে একটি মেয়ের এই অনুভূতি গুলো বোঝার ক্ষমতা একটু বেশিই থাকে। তাই আমার বুঝতে ভুল হয় নি। এখন দেখি তুমি যে অছিলাকে আশ্রয় করে আমাকে  আপন করে নিয়েছিলে, আদরে - যত্নে-ভালবাসায় ভরিয়ে দিচ্ছেলে সেই অছিলাকেই সাথী করে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। জানিনা এর কারণ কি তবে তুমি যে সবসময় কোনও না কোনো অছিলায় আমাকে এড়িয়ে যেতে চাইছো সেটা আমি খুব ভালো ভাবে অনুভব করেছি । তখন তোমার ফোন আসাটায় ছিল আমার ব্যাস্ততা। সমস্ত কাজকর্ম আমি সেরে নিতাম তোমার ফোন আসার আগে। পাছে তুমি বিরক্ত হও তাই। আজ আর তোমার সেই ফোন আসে না আমারও ব্যাস্ততা কমে গেছে। এখন আমি অঢেল সময় নিয়ে বসে বসে শুধু ভাবি কেন তুমি অছিলা করে দূরে সরে গেলে!! আমার অনুভূতিগুলো কি তোমার কাছে খুব বেশি সহজলভ্য হয়ে গেল তাই কি তুমি নিজেকে সরিয়ে নিলে বিভিন্ন অছিলায়?? একমাত্র ভালবাসা হলেই তো  বিশ্বাস, শ্রদ্ধা পরিপূর্ণ হয় আর তখনই তো একজন অন্য জনকে সম্পূর্ণ করে ধরা দেয় তাহলে বলতে পার এরপর কি করে তুমি আমার নাড়ি-নক্ষত্র সব জেনে ফেলেছো শুধু এই অছিলায় দূরত্ব আনলে। হারিয়ে ফেললে আমার প্রতি তোমার সমস্ত টান! শুধু কথা বললেও যে মানুষ সহজলভ্য হয়ে যায় সেটা তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দিলে। আর বুঝলাম অছিলা হল বড় অদ্ভুত শব্দ যা খুব সহজে দুটো মানুষকে কাছাকাছি নিয়ে আসে তার থেকেও দ্রুত দুজনকে দুমেরুতে দাঁড় করিয়ে দেয়।। আজ আমার কাছে অনেক অবসর। তাই তোমার দেওয়া পুরানো কথাগুলো চিন্তা করতে করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুমি ভালো থেকো আর মানুষের অনুভূতি ভালবাসা এগুলোকে অনুভব করার প্রকৃত ক্ষমতা তোমাকে যেন তোমাকে দেন। যাতে তুমি হীরেকে কাঁচ ভেবে ভুল না কর সেই খ্যাপার "পরশপাথর" খোঁজার মত সেই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে।" তুমি রবে নীরবে....." আমার মনের মনিকুঠায়।
কলমে:শ্রাবণী কর। 
    ❤️❤️

Comments

Popular posts from this blog

অবৈধ

টেলিপ্যাথি

বিশ্বাসঘাতকের কাছে ম্যাসেজ......