ভালোবাসা
ভালোবাসা❤️💞❤️💞❤️
ভালোবাসা শব্দটির মধ্যে কোনও কলুষতা নেই। পৃথিবীতে যত শব্দ আছে তারমধ্যে একটি পবিত্র শব্দ হল ভালবাসা। প্রকৃত ভালবাসা কখনও মানুষ বিশেষে আলাদা আলাদা হয় না। ভালোবাসার প্রকাশ ভঙ্গিমা আলদা আলাদা হয়।
তাই ভালোবাসার মানুষদের জন্য একইরকম উৎকন্ঠা হতে দেখা যায়। ভালোবাসা এমন একটা জিনিস একে নিজের মন অনুসারে ভাগ করা যায় না। ভালোবাসা সবসময়ই সবার জন্য একই জায়গা থেকে বের হয়।অর্থাৎ বলতে চাইছি মায়ের জন্য ডান দিকে বাবার জন্য বাঁ-দিক, ভাইয়ের জন্য পেট বা প্রেমিক-প্রেমিকার জন্য হার্ট থেকে ভালোবাসা বের হয় এমন নয় কিম্বা আপনি ভাইয়ের জন্য 100 গ্রাম, মায়ের জন্য 250 গ্রাম ঐআবার প্রেমিক-প্রেমিকার জন্য 500 গ্রাম উৎকন্ঠা দেখাবেন —এরকম ভাবে ভাগ করা যায় না। যদি আপনি সত্যি মন থেকে ভালবাসেন তবে উৎকন্ঠা একই রকম থাকবে। ভালোবাসার সব থেকে বড় দুর্বলতা হল আপনাকে হাজার অপমান করলেও আপনি মন থেকে তাকে দূরে সরিয়ে দিতে পারবেন না। যখনই তাকে দূরে সরাতে যাবেন ঠিক তখনই তার দুর্বলতা গুলো আপনার কাছে ভেসে উঠবে আর আপনি আরো বেশি তার প্রতি দুর্বল হয়ে যাবেন। ঠিক এই কারণেই মা সন্তানকে দূরে সরাতে পারে না।
প্রকৃত ভালবাসা জীবন থেকে হারিয়ে যায় না। তা কখনো ইগোর কারনে, কখনো পারিপার্শ্বিক চাপে, কখনো নিজের ব্যস্ততাতে চাপা পড়ে যায়। এরা আবার সুযোগ পেলেই মাথা চারাদিয়ে ওঠে। তাই বলব বিবাহিত জীবনে কখনও প্রাক্তন কে টেনে আনবেন না। কারন তার দুর্বলতা গুলো সারাজীবন থাকবে আপনার মননে তাকে কখনও কেউ উৎখাত করতে পারবে না আপনার মন থেকে।
যে দিন আপনার চলে গেছে তাকে যেতে দিন নতুন কে যখন বরণ করেছেন তাকে নব ভালোবাসায় সাজিয়ে তুলুন । গর্ভধারিনী মায়ের ভালোবাসার সাথে যেমন অন্য কারো ভালোবাসার তুলনা হয় না ঠিক তেমনই প্রাক্তনের ভালোবাসার সাথে কখনও স্বামীর ভালোবাসার তুলনা করবেন না।। এতে মনে অশান্তি ছাড়া শান্তির উৎপত্তি হবে না। বাস্তব বড় কঠিন। আর তার থেকেও বড় শত্রু তুলনা। বাস্তব কে ভালবাসুন, শান্তিতে থাকুন।
শ্রাবণী
Comments
Post a Comment