প্রোপোজ ডে

প্রোপোজ ডে,
উঠানের সাথে লাগোয়া বারান্দায় রোজ বসেন 90 বছরের বামুনমা। সাদা ধবধবে সাদা শাড়ি পড়ে, মুখে পান নিয়ে, নাত্ বৌয়ের কচিকাচাদের পড়ানো দেখেন। পাড়ার সবাই ঐ বাড়িতে আসতে পারে না কারন বামুন মা যে জাত বাঁচিয়ে চলেন।কাগজ কুড়ানির মেয়েটা রোজ এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে বামুনমাকে। যেদিন বামুন মা বসতে দেরি করেন সেদিন শুধু একবার জিজ্ঞেস করে বামুন মা কোথায়! তারপর আবার অপেক্ষা করে। আজকের দিনে একটা গোলাপ নিয়ে মনি ম্যাডাম কে দিয়ে বলল আমি তোমাকে খুব ভালোবাসি। আজ ভালবাসি কথাটা জানাবার দিন তাই তোমাকে জানিয়ে দিলাম। বামুন মা ভালো করে বুঝতে না পেরে নাত্ বৌকে জিজ্ঞেস করছেন মনি কি বলছে!   কচিকাচারা মিস ভালবাসি বলে ভালবাসা জানাচ্ছে। এ দিকে কাগজ কুড়ানির ঐ মেয়েটি একছুটে তাদের বাড়ি এসে গাছ থেকে এক থোকা মাধবীলতা তুলে নিয়ে ছুটে গিয়ে বামুন মার কাছে পৌঁছে পায়ের কাছে বসে ফুলগুলি দুহাত দিয়ে বাড়িয়ে দিয়ে বলে আমি তোমাকে ভালবাসি বামুন মা। তোমাকে দেখার জন্য আমি রোজ ওখানে এসে দাঁড়ায়। বামুন মার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এইভাবে এমন নিষ্পাপ ভালোবাসা বামুনমাকে আর কেউ জানিয়েছে বলে মনে পড়ে না বামুন মার। আজ তিনি তার মনের সমস্ত সংস্কার কে দূরে সরিয়ে ওকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে আমিও তোকে ভালবাসি তারপর বললেন আমার ভালোবাসার এই ব্যবধান ভাঙার ক্ষমতা ছিল না তোর ভালোবাসার জোরেই আজ তা ভাঙতে পারলাম। সবাই খুশি তে মেতে উঠলো।

কলমে : শ্রাবণী কর ।

Comments

Popular posts from this blog

ভালোবাসা