টেলিপ্যাথি
তোমার সাথে যেদিন প্রথম কথা হল সেদিন ছিল বড় আড়ষ্টতা। অল্প কিছু কথা বলেই রেখে দিলাম। তারপর আস্তে আস্তে যতদিন গেছে তোমার আমার কথা বলার সময় বেড়েছে আর কমেছে আড়ষ্টতা। এই কথা বলা আর কথা শোনাতে একধরনের আনন্দের সন্ধান পেলাম। তুমি এতো দূরে থাক তবু এই কথা বলার মধ্য দিয়ে অামার অনেক কাছে চলে এসেছ। এক সময় যে কথা বলতে তোমাকে দ্বিধা করতাম আজ সেই আমিই কথায় কথায় তোমার উপর অভিমান করি। কি আশ্চর্য তোমার সাথে এতো ঝগড়া করি, ফোন ব্লক করি তবু তুমি আমাকে বারবার ফোন করে রাগ ভাঙাও। আমি বড় হিংসুটে তোমার কাছে তাই না! তোমার ফোন ব্যাস্ত পেলে রাগ করি, কোনো কথা পছন্দ না হলে ঝগড়া করি তবু সব মেনে নাও। আর তুমি কোনো ভাবে আমার উপর রাগ করতে পারবে না। এটাই যেন আমাদের অলিখিত শর্ত। কিন্তু ব্যাপারটা কি জান তোমার সাথে কথা বন্ধ করার পরও মনটা তোমার কাছেই পড়ে থাকে তাই নির্দিষ্ট সময়ে মন জানান দেয় তোমার ফোন করার সময় হয়েছে। তুমি খুব ভালো করে জান তোমার সাথে কথা বলতে ইচ্ছা করলে আমি থাকতে পারি না তবু কথা না বলে ইচ্ছা কে চেপে রাখতে চেষ্টা করি আর তখনই তোমার ফোন আসে। এতে যে আমার মনে কি ধরনের আনন্দ ছড়িয়ে পড়ে বলে বোঝাতে পারব না। আর তোমার সাথে রাগ অভিমান সমস্ত কিছু মিটিয়ে নেবার পর নিজের মনে মনে বলি একেই বলে টেলিপ্যাথি। আর ঈশ্বরকে জানাই ধন্যবাদ তোমার আমার সম্পর্ক টা সৃষ্টি করার জন্য।
শুধু আমার অনুভূতি।
কলমে: শ্রাবণী কর ।
Thanks Valo Theko ♥️
ReplyDelete